
ফাইল ছবি (সংগৃহীত)
জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
উপদেষ্টা পরিষদের একটি সূত্র বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।
এরআগে আজ বিকালে সন্ধ্যার এই বৈঠকটির বিষয়েও নিশ্চিত করেছিল সূত্রটি।
অবশ্য, ঠিক কী ইস্যুতে জরুরি বৈঠকটি বসছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
শনিবার বিকেলে যশোরের কেশবপুরে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) অ্যাক্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে। তিনি আরও জানিয়েছেন, আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই এই জরুরি সভা।
এনএমএম/এমএইচএস