Logo

জাতীয়

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৫, ২২:০৩

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত ও সংলাপে বসার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১১ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আন্তরিক অভিনন্দন জানাই, তারা যে সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করেছেন এবং সংলাপে বসার জন্য সম্মত হয়েছেন—এটি আঞ্চলিক শান্তির জন্য একটি আশাব্যঞ্জক মুহূর্ত।’

তিনি আরও বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কার্যকর কূটনৈতিক প্রচেষ্টায় এই অগ্রগতি সম্ভব হয়েছে।”

বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের মধ্যে সব বিরোধ শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষে রয়েছে উল্লেখ করে ইউনূস বলেন, “বাংলাদেশ সবসময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে থাকবে এবং ভারত-পাকিস্তানকে কূটনৈতিক পথে সমস্যার সমাধানে সহায়তা করে যাবে।”

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর