Logo

জাতীয়

গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৩৫

গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত : সিইসি

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গেজেট প্রকাশের পরই নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, সরকারের গেজেট প্রকাশের পরই আমরা আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে আলোচনা করব। গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেবে। আমাদের বর্তমান দেশের পরিস্থিতি ও স্পিরিট বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, যদি গেজেট আগামীকালই হয়, তাহলে আগামীকালই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৭ মে মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে গেলে নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর সঙ্গে যোগ দেয় বিভিন্ন সংগঠন ও দল। 

গত দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রিক্ষিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে গত রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর