-68205829e1688.jpg)
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী সংসদ সংবিধান প্রণয়নের কাজ করবে। নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় প্রয়োজন। আমরা কিছু সংস্কার প্রস্তাব করতে পারি— যেগুলো একেবারে না করলেই নয়।
রোববার (১১ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে নাগরিক কোয়ালিশনের অনুষ্ঠানে’ যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংবিধানে প্রধান বিচারপতির অসীম ক্ষমতা দেওয়া আছে। প্রধানমন্ত্রীর পর সংবিধানে সবচেয়ে বেশি ক্ষমতা প্রধান বিচারপতির।
এখন আলোচনা হচ্ছে, একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই বিষয়টি বলা হচ্ছে যাতে কেউ একনায়কতান্ত্রিক শাসক হয়ে উঠতে না পারে। কিন্তু কেউ বলছে না প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। একজন দুইবার প্রধানমন্ত্রী হয়েও একনায়কতন্ত্রিক শাসক হয়ে উঠতে পারেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দিলে একনায়কতন্ত্র শাসক হওয়ার পথ রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, উচ্চ আদালত ও সংসদীয় স্থায়ী কমিটি সঠিক ভাবে কাজ করলে আর কোনো কমিশনের প্রয়োজন হয় না। আপনারা সব উত্তর সংবিধানে খুঁজতে যাবেন না। অনেক উন্নত দেশে তাদের রাষ্ট্র কাঠামোর সকল বিষয় সংবিধানে উল্লেখ নেই।
- এসআইবি/এটিআর