Logo

জাতীয়

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৪১

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গিয়েছেন। বুধবার (১৪ মে) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, প্রথমেই প্রধান উপদেষ্টা বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি-৫ পরিদর্শনে গেছেন। সেখানে বন্দর ও নৌপরিবহন খাতের কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর চট্টগ্রাম বন্দর থেকে সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। সেখানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

দুপুরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। কর্ণফুলী নদীর ওপর নির্মিতব্য এ সেতুটি বোয়ালখালী, পটিয়া ও দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি।

এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। একই দিন তিনি নিজ পৈতৃক গ্রাম হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রাম পরিদর্শন করবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, চট্টগ্রাম সফরকালে নগরীর জলাবদ্ধতা সমস্যা এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ব্রিফ করবেন।

চট্টগ্রামবাসীর প্রত্যাশা, প্রধান উপদেষ্টার এই সফর নগরের উন্নয়ন পরিকল্পনায় নতুন দিশা দেবে।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর