কাকরাইলে জবির ও শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২১:০২
-6824b085202f2.jpg)
ঢাকায় কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে লংমার্চ শুরু করেছিলেন সেটি লাঠিচার্জ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পণ্ড করে দিয়েছিলো পুলিশ।
তিন দফা দাবিতে লংমার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার কর্মসূচি দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।
সেই কর্মসূচি পণ্ড হওয়ার সময় শিক্ষক-শিক্ষার্থী অনেকেই আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পরে সন্ধ্যায় আবারো শিক্ষার্থীদের কাকরাইল মসজিদ এলাকায় জমায়েত হতে দেখা গেছে।
ওদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। দুপুর থেকেই তারা সেখানে অবস্থান করছিলেন।
ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
রমনা জোনের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল আলম সুমন জানান, ক্রাইম ডিভিশনের সহায়তায় আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে শাহবাগে তিন দিকে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
ডিআর/বিএইচ