Logo

জাতীয়

সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৮:১১

সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু

ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চলতি বছরের ১২ মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে এবং ১৪ মে থেকে কার্যক্রম শুরু হয়।

শুক্রবার (১৬ মে) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি সাজেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং মাত্র তিন মাসের মধ্যে স্টেশনটি চালু করা সম্ভব হয়।

বর্তমানে ২৭ বিজিবির সহযোগিতায় নির্মিত একটি অস্থায়ী ভবনে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম চালু রাখা হয়েছে। এখানে দুইটি ইউনিটে মোট আটজন ফায়ারকর্মী দায়িত্ব পালন করছেন। সাজেক ও আশপাশের এলাকায় যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সময় জরুরি সেবা পেতে ০১৫১৯০২১৬৬১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন স্যাটেলাইট স্টেশনটি চালু হওয়ায় সাজেকে পর্যটনকেন্দ্রিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। আপাতত এটি স্যাটেলাইট স্টেশন হলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ ফায়ার স্টেশনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যাতে পুরো বাঘাইছড়ি উপজেলার বিস্তৃত এলাকাজুড়ে সেবা দেওয়া সম্ভব হয়।

এমআই/টিএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর