Logo

জাতীয়

জাতীয় সংগীতে বাধা : উগ্রবাদ রুখে দেওয়ার আহ্বান উদীচীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ২২:৩১

জাতীয় সংগীতে বাধা : উগ্রবাদ রুখে দেওয়ার আহ্বান উদীচীর

জাতীয় সংগীত পরিবেশনের সময় বাধা ও হামলার ঘটনার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনের নেতারা বলছেন, স্বাধীনতাবিরোধী ও উগ্রবাদী গোষ্ঠী এখন দেশের জাতীয় ঐক্য, সাংস্কৃতিক বহুত্ববাদ ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানছে।

শুক্রবার (১৬ মে) রাজধানীর সেগুনবাগিচার সত্যেন সেন চত্বরে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে এসব কথা বলেন উদীচীর কেন্দ্রীয় নেতারা। বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশনের সময় উদীচীর কর্মসূচিতে হামলা এবং কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে উদীচীর কর্মীরা গণসংগীত পরিবেশন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি হাবিবুল আলম। বক্তব্য দেন সহসভাপতি ইকরামুল কবির ইল্টু, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান এবং কবি রহমান মুফিজ।

সমাবেশে সংহতি জানান গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মফিজুর রহমান লালটু, সমাজচিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কামরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘকাল ধরে চলা একনায়কতন্ত্রের অবসান ঘটলেও এই শূন্যতা কাজে লাগিয়ে একটি উগ্রবাদী গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তারা দেশের জাতীয় সংগীত, ঐতিহ্য ও সংহতির ওপর হামলা চালিয়ে সাংস্কৃতিক বহুত্ববাদ ও স্বাধীনতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।’

বক্তারা আরও বলেন, স্বাধীনতার প্রতীক হিসেবে জাতীয় সংগীত আমাদের সংগ্রামের শক্তি, প্রেরণা ও ঐক্যের প্রতীক। কিন্তু সম্প্রতি শাহবাগসহ বিভিন্ন স্থানে জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া হচ্ছে, হামলা চালানো হচ্ছে। এর প্রতিবাদেই শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা দেশজুড়ে কর্মসূচি পালন করছেন।

বগুড়ায় ১৪ মে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে উদীচী ও স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠন জাতীয় সংগীত গাওয়ার সময় হামলার শিকার হন। এতে অন্তত ১০ জন আহত হন। উদীচীর দাবি, হামলাটি চালায় স্থানীয় ছাত্র শিবির ও তাদের মদদপুষ্ট ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’ নামের একটি গোষ্ঠী।

বক্তারা হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

দেশজুড়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, সিলেট, যশোর, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নওগাঁ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর