Logo

জাতীয়

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৮:১৮

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

রাজধানীর বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। জনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আগামীকাল রোববার (১৮ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শনিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইএসপিআর। 

নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হলো—কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট পর্যন্ত এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও এসব এলাকার আশপাশ।

আইএসপিআর জানিয়েছে, সর্বসাধারণের নিরাপত্তা ও জনজীবনের স্বাভাবিক গতি বজায় রাখার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংস্থাটি নগরবাসীকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর