প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ অনির্দিষ্টকাল নিষিদ্ধ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৩৩
-68289f22a73e3.jpg)
প্রধান উপদেষ্টার কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। জনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুই সংস্থাই।
শনিবার (১৭ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। একইদিনে আইএসপিআরের পক্ষ থেকেও পৃথক এক বিজ্ঞপ্তিতে একই ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা আসে।
ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর হবে রোববার (১৮ মে) থেকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।
আইএসপিআর জানায়, জননিরাপত্তা ও জনজীবনের স্বাভাবিক গতি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এনএমএম/এমএইচএস