Logo

জাতীয়

আফগানিস্তানে ঠোঁটকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৮:২৯

আফগানিস্তানে ঠোঁটকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত আফগান রেড ক্রিসেন্টের সেন্ট্রাল হাসপাতালে ঠোঁট ও তালু কাটা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (১৮ মে) আল-মারকাযুল ইসলামি বাংলাদেশের সহায়তায় ও আফগান বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে এই মানবিক উদ্যোগের উদ্বোধন হয়।

আফগান রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হাফিজ আজিজুর রহমান এবং আল-মারকাযুল ইসলামির চেয়ারম্যান হামজা শহীদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বক্তৃতাকালে আফগান রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আল-মারকাযুল ইসলামির পূর্ববর্তী সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আল্লাহর কাছে তাদের উত্তম প্রতিদান কামনা করা হয়। হাসপাতালের পরিচালক ডা. আব্দুল ওয়ালি ওসমানজাই এই সেবাকে ‘দীর্ঘস্থায়ী ও মূল্যবান’ হিসেবে আখ্যায়িত করেন।

আল-মারকাযুল ইসলামির পক্ষে হামজা শহীদুল ইসলাম জানান, ঠোঁট ও তালু কাটা রোগীদের পর ভবিষ্যতে চোখ ও হৃদরোগের চিকিৎসার কাজেও তারা সহায়তা করবেন। তিনি বলেন, এটি আমাদের শেষ সহায়তা নয়। ধর্মীয় দায়িত্ববোধ থেকেই আমরা দরিদ্র আফগানদের পাশে থাকবো।

উল্লেখ্য, ঠোঁট ও তালু কাটা রোগীদের অস্ত্রোপচার কার্যক্রম চলবে ১৮ মে থেকে ২৬ মে পর্যন্ত। গত তিন বছর ধরে আফগানিস্তানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আল-মারকাযুল ইসলামি। এক জরিপে দেখা গেছে, তাদের সেবা কার্যক্রমের সফলতার হার ৯৯ শতাংশ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর