প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৫:৩৪

ছবি : সংগৃহীত
বকেয়া বেতনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে আপারেলস ও টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা এ কর্মসূচি শুরু করেন।
এর আগে এদিন সকাল ৯টা থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নেন পোশাক শ্রমিকরা।
শ্রমিকরা বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসলেও কোনও পদক্ষেপ নেয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলেও জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ইদুল ফিতরের আগের দিন তাদের পাওনা ১৭ কোটির মধ্যে ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন শ্রম সচিব। কিন্তু দেয়া হয় ২ কোটি ৬৭ লাখ টাকা। তাই এবার পুরো টাকা আদায় না করে ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন। চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে তাদের আজকের এই কর্মসূচি।
- এমআই