দায়িত্ব ছাড়ছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৮:৩৪

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
আগামী দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। অন্যদিকে, নতুন পররাষ্ট্রসচিব কে হবেন সেটিও আগামী দু’একদিনের মধ্যে জানাবে সরকার।
বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘আগামী দুই এক দিনের মধ্যেই তিনি ছেড়ে দেবেন। তবে তিনি এ পদ থেকে সরে গেলেও তার চাকরি থাকছে।’
উপদেষ্টা বলেন, ‘ভারতের সর্বশেষ আরএনজি পণ্য বন্ধ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি গেছে। তবে এত দ্রুত জবাব আসা করি না আমরা। ভারতীয় নাগরিকদের তাদের ফেরত নিতে হবে।’
চুক্তি দুই পক্ষের সম্মতিতে বাতিল হয়। আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি। ভারতের সঙ্গে এ মুহূর্তে ১০০ এর উপর চুক্তি আছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ভারত থেকে আসা রোহিঙ্গাদের পুশ ব্যাক না করলেও যারা ভারতীয় প্রমাণিত হবেন তাদের ফেরত দেয়া হবে।’
এনএমএম/এমআই