Logo

জাতীয়

আজও খোলা সরকারি অফিস-ব্যাংক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৮:৪৯

আজও খোলা সরকারি অফিস-ব্যাংক

আজ শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিন হলেও খোলা রয়েছে সরকারি সব অফিস ও ব্যাংক। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিসের কার্যক্রম। আর ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এই অতিরিক্ত ছুটির সমন্বয়ে আজ শনিবারসহ দুইটি সাপ্তাহিক ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

গত ৭ মে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই ঈদে অতিরিক্ত দুই দিনের ছুটি (১১ ও ১২ জুন) ঘোষণা করা হয় এবং এর বিপরীতে দুইটি ছুটির দিনে অফিস খোলা রাখার প্রজ্ঞাপন জারি করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন বাংলাদেশে উদযাপন হতে পারে পবিত্র ঈদুল আজহা। এবার ৫ জুন (বুধবার) থেকে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন। শুরুতে ঈদের ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করে সরকার।

এর আগে, গত শনিবারও (১৭ মে) খোলা ছিল অফিস-আদালত। সেদিন তুলনামূলকভাবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম ছিল। আজও একই চিত্র দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর