Logo

জাতীয়

বৈঠকে অংশ নিতে যমুনায় জামায়াত-এনসিপি নেতারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ২০:৫১

বৈঠকে অংশ নিতে যমুনায় জামায়াত-এনসিপি নেতারা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সাথে সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল।

বিএনপির সাথে বৈঠক শেষে রাত ৮টা থেকে জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা।

জামায়াতের সাথে বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গেও প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করবেন। 

এরই মধ্যে যমুনায় এসেছেন নবগঠিত রাজনৈতিক দলটির নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি হিসেবে আরও এসেছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর