Logo

জাতীয়

নুরের পুলিশের প্রতি ‘হুমকিমূলক’ বক্তব্যে পুলিশের নিন্দা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ২১:১৭

নুরের পুলিশের প্রতি ‘হুমকিমূলক’ বক্তব্যে পুলিশের নিন্দা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সম্প্রতি ভাইরাল হওয়া একটি বক্তব্যে পুলিশের বিরুদ্ধে সহিংস হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। 

রোববার (২৫ মে) এক বিবৃতিতে এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের বক্তব্য রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে এবং তা জনশৃঙ্খলা বিনষ্টের শামিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৯ মে রাজধানীর পল্টন মোড়ে গণঅধিকার পরিষদের অননুমোদিত কর্মসূচির সময় পুলিশের বাধার মুখে ক্ষুব্ধ হয়ে নুর বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ঐ যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোন নেতা এবং গণঅভ্যুত্থানের কোন নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে ঐভাবে ঝুলিয়ে দেওয়া হবে।’

এই বক্তব্যটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের বিভিন্ন স্তরে চরম উদ্বেগের সৃষ্টি হয়। বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন মনে করে, প্রায় দুই সপ্তাহ আগের বক্তব্য হঠাৎ এখন ভাইরাল হওয়া এবং তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া সুপরিকল্পিত উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।

বিবৃতিতে বলা হয়, একটি উদীয়মান ও প্রগতিশীল রাজনৈতিক দলের সভাপতির কাছ থেকে এ ধরনের হেয়প্রতিপন্ন বক্তব্য গভীর উদ্বেগজনক। রাষ্ট্রীয় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এমন হুমকিমূলক বক্তব্য শুধু ন্যক্কারজনকই নয়, তা জননিরাপত্তার জন্য হুমকি।

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, ‘জনশৃঙ্খলা রক্ষায় আত্মনিয়োগকারী পুলিশ বাহিনীর প্রতি হুমকিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য দেশের প্রচলিত আইনের লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।’

পুলিশ এসোসিয়েশন সংশ্লিষ্ট মহলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি জনসাধারণকে কোনো গুজব বা উস্কানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর