Logo

জাতীয়

কোরবানির বর্জ্য ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ২১:১৮

কোরবানির বর্জ্য ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অবস্থান স্পষ্ট করেছে।

মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণ এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে সেনাবাহিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা এ ধরনের কোনো কার্যক্রম সম্পর্কে অবগত নয় এবং ভবিষ্যতেও এতে সম্পৃক্ত হবার কোনো পরিকল্পনা তাদের নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই সেনাবাহিনীর মূল দায়িত্ব। এ ধরনের কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ও উপযুক্ত বেসামরিক সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যুক্তিযুক্ত বলে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর