Logo

জাতীয়

জাপান সফররত প্রধান উপদেষ্টার হংকংয়ে যাত্রাবিরতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৪৯

জাপান সফররত প্রধান উপদেষ্টার হংকংয়ে যাত্রাবিরতি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

পৃথক আরেকটি ফেসবুক পোস্টে তিনি আরো জানান, পথিমধ্যে হংকংয়ে যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান হংকংয়ের শ্রমসচিব (মন্ত্রী) ক্রিস সান।

হংকংয়ে শ্রম সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা । ছবি : প্রেস সচিবের ফেসবুক থেকে নেওয়া

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। 

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড. ইউনূস প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর