Logo

জাতীয়

মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:১৯

মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন

ভারতের মণিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্পের প্রভাবে মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ( ২৮ মে) ২টা ২৪ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় ৪৭ কিলোমিটার।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভূমিকম্পটির অভিকেন্দ্র ছিল ২৪ দশমিক ৪৯ অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৭৮১৬ দ্রাঘিমাংশে, যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, ইম্ফল শহর থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে ভূকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে এটি অনুভূত হয়।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, মাঝরাতে হালকা কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর