Logo

জাতীয়

ঈদুল আজহা কবে জানা যাবে সন্ধ্যায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:০৫

ঈদুল আজহা কবে জানা যাবে সন্ধ্যায়

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ (বুধবার) অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হবে আগামী ৭ জুন (১০ জিলহজ)। অন্যদিকে, সৌদি আরবে ইতোমধ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, দেশটিতে ঈদুল আজহা উদযাপন হবে আগামী ৬ জুন ।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর