সচিবালয়ে সাংবাদিক ও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আসছে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:১৩

ছবি : সংগৃহীত
সপ্তাহে দু’দিন সাংবাদিকসহ সব দর্শনার্থীর সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতি সোম ও বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী বাদে সব শ্রেণি-পেশার মানুষের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। চিঠি প্রস্তুত, নিরাপত্তা শাখা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। উপদেষ্টার স্বাক্ষর হলেই এ নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে। এ নিষেধাজ্ঞার আওতায় সাংবাদিকেরাও থাকছেন বলে জানা গেছে।
সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০২৫ সরকারি চাকরি আইনের অধ্যাদেশের চারটি ধারা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা। বিষয়টি ব্যাপকভাবে সরাসরি প্রচার হওয়ায় সরকার বিব্রত বলে জানিয়েছে একাধিক সূত্র।
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। আগে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারীরা অনায়াসে সচিবালয়ে প্রবেশ করতে পারতেন। অগ্নিকাণ্ডের পর সচিবালয় বিটের সাংবাদিকেরা দর্শনার্থীদের মতো পাস নিয়ে বা তালিকায় নাম থাকা সাপেক্ষে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
এনএমএম/এমআই