
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৬:৪৬
-(45)-685a81fc7f02e.jpg)
ছবি : সংগৃহীত
লন্ডনের এমপি ও যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, টিউলিপকে কোনো হয়রানি করা হচ্ছে না বরং প্রমাণ-ভিত্তিক অভিযোগের ভিত্তিতে মামলাগুলো করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘টিউলিপ সিদ্দিকও অন্যান্য অভিযুক্তদের মতো একজন। কোর্টে মামলা হয়েছে, তাকে আদালতে হাজির হয়ে এসব মোকাবিলা করতে হবে। চিঠিপত্রের মাধ্যমে মামলা নিষ্পত্তি হয় না।’
তিনি আরও বলেন, ‘দুদকের কার্যপরিধিতে বিদেশি রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। টিউলিপের আইনজীবী যে অভিযোগ করেছেন, তা অবান্তর। ব্রিটেনের রাজনীতি কি এতটাই ভঙ্গুর যে একটি মামলায় তা ধসে পড়বে?’
এর আগে, ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দুদক এবং ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ এনে উকিল নোটিশ পাঠান। নোটিশে তিনি দাবি করেন, ‘তার সুনাম ক্ষুণ্ন করাই এই আইনি প্রক্রিয়ার উদ্দেশ্য।’
দুদক চেয়ারম্যান সেসব অভিযোগ নাকচ করে বলেন, ‘টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক, তার জাতীয় পরিচয়পত্র ও টিআইএন নম্বর রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তার বিচার চলবে।’
তিনি আরও জানান, টিউলিপের বিরুদ্ধে তিনটি মামলা চলছে এবং তার অনুপস্থিতে বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠদের ফ্ল্যাট টিউলিপ সিদ্দিক ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠে আসে। এরপর গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন তিনি।
এনএমএম/এমআই
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন