Logo

জাতীয়

বিমানবন্দরে ভিআইপি-ভিভিআইপিদের লাগেজ তল্লাশিতে মনোযোগের নির্দেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৭:৪৭

বিমানবন্দরে ভিআইপি-ভিভিআইপিদের লাগেজ তল্লাশিতে মনোযোগের নির্দেশ

ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিআইপি-ভিভিআইপিদের চলাচলে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে নতুন করে ছয়টি কড়া পদক্ষেপ নিয়েছে তারা।

সোমবার (৩০ জুন) রাতে এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদক্ষেপগুলো ঘোষণা করা হয়। এতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা ঠেকাতে ও আন্তর্জাতিক মান বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থায় এই শক্তিশালী হস্তক্ষেপ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাগুলো হলো—

১. ভিআইপি ও ভিভিআইপি ব্যাগ স্ক্রিনিংয়ে অধিকতর মনোযোগ প্রদান।
২. এভিয়েশন সিকিউরিটি (AVSEC) সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান।
৩. সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নজরদারির নির্দেশনা প্রদান।
৪. মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর ‘হাই রিস্ক’ ব্যাগের ক্ষেত্রে ম্যানুয়াল তল্লাশি বাধ্যতামূলক।
৫. আগ্নেয়াস্ত্র বহনকারীদের জন্য বিমানবন্দরে প্রবেশের আগে পূর্বানুমতি নিশ্চিতকরণ এবং রেকর্ড সংরক্ষণ।
৬. কোনো ধরনের ‘সিকিউরিটি ব্রিচ’ ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান।

  • এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর