Logo

জাতীয়

কর্মস্থলে অনুপস্থিতি : সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৫:০০

কর্মস্থলে অনুপস্থিতি : সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সরকারি অনুমতি না নিয়েই কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার দায়ে চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি এবং বর্তমানে সারদা পুলিশ একাডেমির ডিআইজি নূরে আলম মিনা, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী এবং আরও একজন কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা সরকারি চাকরি বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত। বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।

এর আগে, গত ২৬ জুন একই কারণে আরও ১৩ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুইজন সহকারী পুলিশ সুপার।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর