নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা হয়নি : সিইসি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৫:৫৬
-6863b0fe7d14c.jpg)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁও নির্বাচন ভবনে তার নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার আমি প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। প্রধান উপদেষ্টাও নিরপেক্ষ আমিও নিরপেক্ষ। কোন এজেন্ডা নিয়ে আমি আলোচনায় যাইনি। সেহেতু আমি প্রধান নির্বাচন কমিশনার, স্বভাবতই আমাদের মাঝে নির্বাচন নিয়ে কথা হয়েছে।
সিইসি বলেন, প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চান। তিনি আমাদের নির্বাচন প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন। আমি আমাদের নির্বাচন প্রস্তুতির কথা জানিয়েছি।
নির্বাচনের সময় নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল— এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথা সময়ে নির্বাচনের তারিখ এবং শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা শোনা যাচ্ছে। আপনাদের প্রস্তুতি কোন নির্বাচনের জন্য? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা এই মুহূর্তে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের ফোকাস জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশে বিদেশে কোথাও স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। তিনি সবখানে জাতীয় নির্বাচনের কথা বলছেন। আমরা ওনার কথার ওপর ভিত্তি করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
জাতীয় নাগরিক পার্টি দাবি করছে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এ বিষয়ে কিছু বলবেন কি না? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য দিতে পারে। আমরা তো দায়িত্বে বসে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করেনি। তাছাড়া আমরা একটি প্রক্রিয়ায় দায়িত্বে এসেছি। উড়ে এসে জুড়ে বসিনি।
সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার জেলে আছেন। এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
এসআইবি/এমএইচএস