Logo

জাতীয়

পদ্মা সেতু দুর্নীতি মামলায় গায়ের জোরে প্রতিবেদন দেওয়া হয়েছিল : দুদক চেয়ারম্যান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৬:৫৯

পদ্মা সেতু দুর্নীতি মামলায় গায়ের জোরে প্রতিবেদন দেওয়া হয়েছিল : দুদক চেয়ারম্যান

পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলায় গায়ের জোরে এবং আগের কমিশনের একক সিদ্ধান্তে প্রতিবেদন দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আবদুল মোমেন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় তিনি বলেন, পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে যেভাবে আগের কমিশন প্রতিবেদন দিয়েছে, সেটি ছিল একতরফা ও গায়ের জোরে চাপিয়ে দেওয়া। বর্তমান কমিশন এ নিয়ে নতুন করে ভাবছে। 

দুদক চেয়ারম্যান আরও বলেন, যেখানে আন্তর্জাতিক কোনো সংস্থা আনুষ্ঠানিক অভিযোগ আনেনি, সেখানে এমন মামলা পরিচালনা এবং প্রতিবেদন তৈরি করা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির প্রমাণ মেলেনি, তারপরও মামলা চালিয়ে যাওয়া কতটা যৌক্তিক ছিল, সেটা ভেবে দেখা দরকার। 

এর আগে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে কানাডার আদালতসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে কোনো অভিযোগই শেষ পর্যন্ত প্রমাণিত হয়নি। পরে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেয়া হয় সংশ্লিষ্টদের।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর