Logo

জাতীয়

দেশে জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৮:১৪

দেশে জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বাংলাদেশে এখন কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার বর্ষপূর্তির দিনে সাংবাদিকরা জঙ্গি তৎপরতা নিয়ে প্রশ্ন করলে ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশে জঙ্গি নেই। এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিনতাই। ছিনতাই ঠেকানোই এখন মূল কাজ।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গি থাকলে জঙ্গি নিয়ে ভাবতাম। এখন তা নেই। এখন ছিনতাই ঠেকাতে হবে।’

আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমন অভিযান নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারা হয়েছে, কিসের জঙ্গি?’

তবে ২০১৬ সালের হলি আর্টিজান হামলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না। তবে আমি বলছি, বাংলাদেশে এখন কোনো জঙ্গি নেই। এখানে মানুষ পেটের দায়ে ছিনতাই করে।’

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর