
গত জুন মাসে দেশের সড়ক-মহাসড়কে ৬৮৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৯৬ জন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ৮৬৭ জন। নিহতদের মধ্যে ১০৪ জন নারী ও ১০৯ জন শিশু রয়েছেন। বুধবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানির দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল মোটরসাইকেল। জুন মাসে ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৮ জন নিহত হন, যা মোট নিহতের ৩২ দশমিক ৭৫ শতাংশ এবং মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ১৫ শতাংশ। এ ছাড়া পথচারী নিহত হয়েছেন ১২০ জন (১৭দশমিক ২৪ শতাংশ) এবং যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১০৬ জন (১৫ দশমিক ২২ শতাংশ)।
দুর্ঘটনাগুলোর ১৬৭টি (২৪ দশমিক ২৩ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ৩০৬টি (৪৪ দশমিক ৪১ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৪টি (১৮ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৭৬টি (১১ দশমিক ০৩ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৬টি (২ দশমিক ৩২ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে। দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলো ঘটেছে, ভোরে ৫ দশমিক ০৭ শতাংশ, সকালে ২৬ দশমিক ২৬ শতাংশ, দুপুরে ১৯ দশমিক ৪৪ শতাংশ, বিকেলে ২০ দশমিক ৭৫ শতাংশ, সন্ধ্যায় ৮ দশমিক ৮৫ শতাংশ এবং রাতে ১৯ দশমিক ৫৯ শতাংশ।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে ২৯ দশমিক ৩১ শতাংশ; প্রাণহানি ২৬ দশমিক ৮৬ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১৫ দশমিক ২৩ শতাংশ; প্রাণহানি ১৫ দশমিক ৬৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১৭ দশমিক ৪১ শতাংশ; প্রাণহানি ১৬ দশমিক ২৩ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১০ দশমিক ৩০ শতাংশ; প্রাণহানি ১০ দশমিক ৭৭ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ঘটেছে ৫ দশমিক ৯৫ শতাংশ; প্রাণহানি ৫ দশমিক ৬০ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ঘটেছে ৩ দশমিক ৯১ শতাংশ; প্রাণহানি ৩ দশমিক ৫৯ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১০ দশমিক ৪৪ শতাংশ; প্রাণহানি ১১ দশমিক ৩৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ঘটেছে ৭ দশমিক ৪০ শতাংশ। আর প্রাণহানি ৯ দশমিক ৯১ শতাংশ।
সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানবসম্পদের ক্ষতি হয়েছে; তার আর্থিক মূল্য ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকার মতো। যেহেতু সড়ক দুর্ঘটনার অনেক তথ্য অপ্রকাশিত থাকে, সেজন্য এই হিসাবের সাথে আরও ৩০ শতাংশ যোগ করতে হবে। ইন্টারন্যাশনাল রোড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের (আইআরএপি) পদ্ধতি অনুযায়ী হিসাবটি করা হয়েছে। দুর্ঘটনায় যে পরিমাণ যানবাহন বা প্রোপার্টি ড্যামেজ হয়েছে; তার তথ্য না পাওয়ার কারণে প্রপার্টি ড্যামেজের আর্থিক পরিমাপ নির্ণয় করা সম্ভব হয়নি।
- এনএমএম/এটিআর