Logo

জাতীয়

এনআইডি সংশোধেন নিয়ে হয়রানি আর থাকবে না : ইসি সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:৫৮

এনআইডি সংশোধেন নিয়ে হয়রানি আর থাকবে না : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এনআইডি সংশোধেন নিয়ে যে হয়রানি; সেটা আর থাকবে না। মাঠ পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা কাজটা করেছি। সবাই ধন্যবাদ পেতেই পারেন। 

বুধবার (২ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে এসব কথা বলেন তিনি। 

সচিব বলেন, গত ৫ বছরে আমাদের কাছে ৫৪ লাখ ৭৬ হাজার ১১৪টি সংশোধন আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি সংশোধন হয়েছে। বাকি ৭৬ হাজার ৬৯৪টি সংশোধন আবেদন এখনও নিষ্পন্ন হয়নি।

মাঠ পর্যায়ে অনিয়ম প্রসঙ্গে সচিব বলেন, মাঠ পর্যায় থেকে অনেকে আমাকে তথ্য পাঠাচ্ছেন। হয়রানির তথ্য আমাদের কাছে আসছে। ঘটনা সত্য হলে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। এক লাখের উপরের আবেদন এখন ৮০ হাজার। ছয় মাসে ২০ হাজার কমেছে। এটা জিরো হবে না, তবে সন্তুষজনকভাবে পর্যায়ে আসবে। ২০২০ সাল থেকে ক্যাটাগরি করে প্রসেস শুরু করি।

রাজনীতিবিদদের এনআইডি লক কতজনের— এই প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এই প্রশ্নের উত্তরটা রেডিমেট না। এই প্রশ্ন হবে আমি আশা করিনি। এনআইডি লক হতেই পারে।

তিনি আরও বলেন, শুনেছি আমারটাও নাকি লক। আই এম নট কনফার্ম। আমার নিশ্চিত করার কোনো ব্যাপার নেই। যদি লক হয়ে থাকে, তবে তো ভালো। ডাটা অ্যাবিউজ হবে না।

নির্বাচন কমিশনারদের এনআইডি লক আছে কি— এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমি আমারটা বলেছি। ডিজি (এনআইডি) সাহেব উত্তর দেবে কেন? আমার উত্তর আমি দিচ্ছি। ডিজি সাহেবকে দিয়ে যাচাই করার কী আছে! আমি আমারটা বলছি। ব্যক্তি পর্যায়ে তথ্য নেয়া উচিত না।

  • এসআইবি/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর