
প্রতীকী ছবি/ সংগৃহীত
আগামীকাল শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি। জুন মাসে ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির পর এবার সরকারি চাকরিজীবীরা আবারও একটি দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।
শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হচ্ছে রোববার (৬ জুলাই) পবিত্র আশুরার সরকারি ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১০ মহররম পবিত্র আশুরা যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ওই দিন।
এই তিন দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একইসঙ্গে ব্যাংক, বীমা, শেয়ারবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনও বন্ধ থাকবে।
ছুটির এই সময় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে জরুরি পরিষেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যথারীতি খোলা থাকবে।