
আজ (শুক্রবার, ৪ জুলাই) থেকে দেশে শুরু হলো টানা তিন দিনের ছুটি। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববার (৬ জুলাই) যোগ হয়েছে পবিত্র আশুরার সরকারি ছুটি। ফলে আজ থেকে টানা তিন দিন ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিন দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন হবে আশুরা।
এই ছুটির সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও আদালত বন্ধ থাকবে। ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
ছুটির এই তিন দিনকে ঘিরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বাড়তি যানজট বা ভিড় তেমন দেখা না গেলেও, অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন। অনেকে আবার ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনগুলো কাটাতে প্রস্তুতি নিচ্ছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (৭ জুলাই) থেকে দেশের অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় কাজ শুরু হবে।
- এটিআর