
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শনিবার (৫ জুলাই) দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।
এতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন হাজার হাজার মানুষ। অনেক কিশোর ও তরুণ পঙ্গুত্ব বা অন্ধত্ব বরণ করেছে। আলেম-ওলামা এবং মাদরাসা শিক্ষার্থীদের সাহসিকতা ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরও বলা হয়, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। যারা এখন এই নতুন বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, তারা যদি ব্যর্থ হন, তাহলে ইতিহাসের কাঠগড়ায় ছাত্র-জনতার মুখোমুখি হতে হবে।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপ্লবী ছাত্র-জনতা এখনো সতর্ক রয়েছে। দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামতে তারা দ্বিধা করবে না।
- ডিআর/এটিআর