মব সহিংসতায় জড়িত কেউ রেহাই পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:৪৬
-686a460809b7b.jpg)
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মব সহিংসতার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কেউই পার পাবে না।’
রবিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে দেশে কয়েকটি এলাকায় মব সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আগে এ ধরনের ঘটনা ধামাচাপা পড়ে যেতো। এখন মিডিয়া ও প্রযুক্তির কারণে দ্রুত তথ্য পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারছে।’
তিনি জানান, রংপুরের এক ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আর এলাকায় থাকতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এমন অপরাধে কেউ জড়িত থাকলে, তাকেও আইনের আওতায় আনা হবে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মতৎপরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এই ইউনিট শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদিও জনবলের কিছু ঘাটতি রয়েছে, তারপরও তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দেশের শিল্পকারখানার সংখ্যা বাড়ছে, সে অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে।’
উত্তরা পূর্ব থানার পরিদর্শন সম্পর্কে তিনি বলেন, ‘সেখানে কিছু অবকাঠামোগত সমস্যা ছিল, যেগুলোর সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়ার্কিং পরিবেশ উন্নয়নের জন্য ওয়াশরুমের সমস্যাও ইতোমধ্যে সমাধান করা হয়েছে।’
জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রস্তুতি প্রয়োজন। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী মো. জসিম উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচএস