Logo

জাতীয়

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ২০:২০

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান প্রধান উপদেষ্টার

মুসলিম বিশ্বের এনজিওগুলোকে সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতা, স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের এনজিও নেতাদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, আমাদের সমাজে নারী ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে হবে। দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা পেতে সমস্যা হয়, তাই এই জায়গায় টেকসই সমাধান দরকার। সামাজিক ব্যবসা দরিদ্রদের সহায়তার একটি কার্যকর পথ।

তিনি আরও বলেন, বিশ্বের তরুণদের আমি সামাজিক ব্যবসায় উদ্যোক্তা হওয়ার আহ্বান জানাচ্ছি। তারা যেন মুনাফাভিত্তিক চিন্তা নয়, বরং সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে আসে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সভায় উপস্থিত বিভিন্ন দেশের এনজিও নেতারা বলেন, সামাজিক ব্যবসা নিয়ে ড. ইউনূসের ধারণা ও উদ্যোগ তাদের দেশেও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

বৈঠকে তুরস্কের ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (ইউএনআইডব্লিউ)-এর সেক্রেটারি জেনারেল আইয়ুপ আকবাল, অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন্স (এটিএএ)-এর প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা, মালয়েশিয়ার ওয়াদাহ ও ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আল-খিদমত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ অডিটিং বোর্ডের সদস্য ড. সালামুন বশরি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটির প্রেসিডেন্ট প্রফেসর মাহবুব আহমেদ, এসএসডব্লিউএবির চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল এবং বিআইআইটির মহাপরিচালক ড. এম আবদুল আজিজ।

সভায় মুসলিম বিশ্বের উন্নয়ন, মানবিক সহায়তা এবং উদ্যোক্তা তৈরিতে ইসলামিক এনজিওগুলোর ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর