Logo

জাতীয়

দলগুলোকে কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:০৩

দলগুলোকে কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

‘জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে কিছু চাপিয়ে দিচ্ছে না, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের খসড়া তৈরি করছে’—জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বায়ক অধ্যাপক ড. আলী রীয়াজ এ মন্তব্য করেছেন।

সোমবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি এবং একাধিক পলিসি গবেষক অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে ড. আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন কারও ওপর কিছু চাপিয়ে দিচ্ছে না। বরং কমিশনের লক্ষ্য হলো—রাজনৈতিক দলগুলোর চিন্তা-ভাবনার জায়গাগুলো একত্র করে সংবিধান ও রাষ্ট্র পরিচালনায় ভবিষ্যত সহমত তৈরি করা।

তিনি আরও বলেন, আমরা এই প্রক্রিয়াকে বলছি ‘ন্যাশনাল পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এর লক্ষ্য হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুসংহত রাজনৈতিক কাঠামোর ভিত রচনা করা, যেখানে জবাবদিহিতা, ন্যায়বিচার এবং অংশগ্রহণমূলক শাসন নিশ্চিত হবে।

সভায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে অন্তত ১১টি রাজনৈতিক দল সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। তারা বলেন, জরুরি অবস্থা জারি ও তা দীর্ঘায়িত করার ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে থাকায় অতীতে তা একাধিকবার রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের খসড়া সুপারিশে বলা হয়, জরুরি অবস্থা জারির আগে সংসদের অনুমোদন বাধ্যতামূলক করতে হবে এবং জরুরি ক্ষমতা প্রয়োগে সুস্পষ্ট সীমারেখা ও জবাবদিহি কাঠামো থাকতে হবে।

নারী প্রতিনিধিত্ব ও আদালতের বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা
মতবিনিময় সভায় সংরক্ষিত নারী আসন নিয়ে সাংবিধানিক সংশোধন এবং উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ নিয়েও আলোচনার অগ্রগতি হয়। একাধিক দল নারীদের সরাসরি নির্বাচনের দাবি সমর্থন করেছে।

আলোচনায় অংশ নিয়ে এক রাজনৈতিক দলের প্রতিনিধি বলেন, আমরা চাই নারীরা কেবল মনোনয়নভিত্তিক নয়, সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসুক। তাই সংরক্ষিত আসনের বর্তমান কাঠামো পর্যালোচনা করতে হবে।

উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের বিষয়ে একজন সাবেক বিচারপতি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগকে জনগণের কাছে আরও ঘনিষ্ঠ করতে হবে। শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও মানুষকে ন্যায়বিচার পাওয়ার সুযোগ দিতে হবে।

শিগগিরই প্রকাশ পাবে খসড়া রিপোর্ট
কমিশন সূত্রে জানা গেছে, চলমান সংলাপের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ‘জাতীয় ঐকমত্য রিপোর্ট’ তৈরি করা হচ্ছে, যা জুলাইয়ের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে। এর আগে আরও দুই দফা আলোচনা হবে বলে জানানো হয়।

ড. আলী রীয়াজ বলেন, এই রিপোর্ট কোনো দলে পক্ষপাত করবে না। আমরা দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক ভবিষ্যতের নকশা দাঁড় করাতে চাই।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আলী রীয়াজ অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর