-686cf861e5b59.jpg)
ছবি : প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা করেছি ১৫ বছর ধরে। এখন সময় এসেছে সেই দায়িত্ব পালনের।”
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি (আরএফডি) আয়োজিত ফল উৎসব ও সাংবাদিক এক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারও।
সিইসি বলেন, “আমাদের কাজগুলো এখন আন্তর্জাতিকভাবে পৌঁছে যাচ্ছে। আজ কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দেখেছি, তিনি জানেন ইউএনডিপি সহযোগিতায় আমাদের কী কী কার্যক্রম চলছে। এটি সম্ভব হচ্ছে আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে। এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের মাধ্যমে মানুষ যেন বিভ্রান্ত না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ক্যাপশন যেন মূল বার্তার প্রতিবন্ধক না হয়। আমরা ইতিবাচক বার্তা দিতে চাই, সেটাই যেন প্রকাশ পায়।”
নির্বাচন নিয়ে সাংবাদিকদের সরাসরি যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করব। আমরা আপনাদের পার্টনার করে কাজ করতে চাই।”
সিইসি আরও বলেন, “২০১৮ সালের মতো অভিযোগ আর যেন না ওঠে, সেটাই আমাদের লক্ষ্য। এবার প্রমাণ করতে চাই, আমরা আগের মতোই সুষ্ঠু নির্বাচন দিতে পারি।”
এসআইবি/এএ