যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৩৪
-686d024bc5b2b.jpg)
ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
নির্দেশনাটি আগামীকাল বুধবার (৯ জুলাই) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬’-এর ২৮(১), ২৯ ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে—বাংলাদেশ সচিবালয়, যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড এলাকা।
ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এনএমএম/এএ