গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক
নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর

বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭:৩৯

রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে গুমের শিকার হয়ে এখনও ফেরত না আসা ২০০ ব্যক্তির তালিকা তুলে দিয়েছে ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি)।
বুধবার (৯ জুলাই) কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির মুখ্য আহ্বায়ক মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল।
কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং কমিশনের চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে ইউভিইডির পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের সুনির্দিষ্ট তালিকা তুলে ধরার পাশাপাশি তাদের বর্তমান অবস্থান শনাক্তে রাষ্ট্রের সক্রিয় সহায়তা কামনা করা হয়। এ ছাড়া গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা, তাদের পরিবারকে সহায়তা ও রাষ্ট্রের দায়িত্বশীলতা নিয়েও বিস্তৃত আলোচনা হয়।
গুমের শিকার পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, আর্থসামাজিক পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারিক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগের বিষয়টিও।
কমিশনের পক্ষ থেকে বিচারপতি মইনুল ইসলাম প্রতিনিধিদলের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন। তিনি বলেন, ‘আমরা আইনি কাঠামোর মধ্য থেকেই সর্বোচ্চ সহায়তার চেষ্টা করব। প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. নূর খান, মো. সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদরিস। প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকটি চলে সদর্থক পরিবেশে।
এদিকে গুমের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে কমিশনের তদন্ত এগিয়ে চলেছে বলে জানা গেছে। মানবাধিকারকর্মীরা বলছেন, এ তালিকা হস্তান্তর শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের খোঁজে পরিবারগুলোর বুকে জমে থাকা কান্নার প্রতিধ্বনি।
এনএমএম/এমবি