Logo

জাতীয়

ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস খুলতে বেলারুশকে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৮:৫৩

ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস খুলতে বেলারুশকে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ

ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস খুলতে বেলারুশকে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ। ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোকে (নয়াদিল্লি ভিত্তিক) ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৯ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিখাইল কাসকোর কাছে এ অনুরোধ জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশ ও বেলারুশের মধ্যে কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যসহ নানা খাতে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বেলারুশ থেকে অন্যতম সার আমদানিকারক দেশ। তাই ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপন জরুরি হয়ে উঠেছে।

বর্তমানে অনারারি কনস্যুলেট থাকলেও দূতাবাস না থাকায় কনস্যুলার সেবা পেতে জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হয় বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, ঢাকায় দূতাবাস খোলা অসম্ভব নয়, তবে এর জন্য দুই দেশের সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি জানান, ২০২১ সালের পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ বেলারুশ থেকে সার আমদানির অর্থ পরিশোধ করতে পারেনি, যার ফলে আমদানি বন্ধ রয়েছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দেশের সার আমদানির অর্থ বাংলাদেশ পরিশোধ করেছে। যথোপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে বেলারুশের বকেয়া পরিশোধের নির্দেশ তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যানকে দিয়েছেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের এক কারাগারে থাকা বেলারুশের নাগরিককে মুক্তির অনুরোধ জানান। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ও মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। এছাড়া দুই দেশের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত কোনো চুক্তিও নেই। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।

সাক্ষাতে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কে. রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান ও যুগ্মসচিব মো. জসীম উদ্দিন খান।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর