Logo

জাতীয়

প্রেস সচিব

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে বলেছেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:৩৪

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে বলেছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

আজ বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। 

শফিকুল আলম বলেন, ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্বাচনের সময় ৮ লাখ সদস্য দায়িত্বে নিয়োজিত থাকেন। তাদের সবাইকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রশিক্ষিত করার করার জন্য বলা হয়েছে।

এমএনএম/এএ


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর