Logo

জাতীয়

হাসিনাকে ‘স্যার’ সম্বোধনের সেই নির্দেশনা বাতিল, পর্যালোচনায় কমিটি গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২১:৫১

হাসিনাকে ‘স্যার’ সম্বোধনের সেই নির্দেশনা বাতিল, পর্যালোচনায় কমিটি গঠন

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধনের যে নির্দেশনা ছিল তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে প্রোটোকল সংক্রান্ত নির্দেশনা ও সম্মানসূচক সম্বোধনের নীতিমালা পর্যালোচনার জন্য দুই উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। খবর বাসস

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুই বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, “প্রায় ১৬ বছর ধরে শেখ হাসিনার শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধনের যে নির্দেশনা চালু রেখেছিলেন তা উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ‘স্যার’ সম্বোধনের প্রথা শুধু শেখ হাসিনার ক্ষেত্রেই নয়, অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তার ক্ষেত্রে এখনও বিদ্যমান; যা স্পষ্টতই অস্বাভাবিক।”

একই বৈঠকে মন্ত্রিপরিষদের আগের জারি করা অন্যান্য জটিল ও অপ্রাসঙ্গিক প্রোটোকল নির্দেশনাগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পর পর্যালোচনায় কমিটি করার সিদ্ধান্ত হয়।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনা ও সম্মানসূচক উপাধি পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য উপযুক্ত সংশোধনী প্রস্তাব দেওয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুই উপদেষ্টার সমন্বয়ে গঠিত এই কমিটি উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনা ও সম্মানসূচক উপাধি পর্যালোচনা করে  উপযুক্ত সংশোধনী প্রস্তাব প্রদান করবে।

ডিআর/এএ


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর