Logo

জাতীয়

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক, উড্ডয়ন স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:১৫

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক, উড্ডয়ন স্থগিত

ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে (বিজি ৩৭৩) বোমা থাকার হুমকি পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে এমন হুমকির পর বিমানবন্দরে তাৎক্ষনিক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

জানা গেছে, ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও উড্ডয়নের ঠিক আগেই অজ্ঞাত নম্বর থেকে ফোনে বোমা থাকার তথ্য জানানো হয়। সঙ্গে সঙ্গে ফ্লাইটটি স্থগিত করে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে আনা হয়।

বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানটিতে ইতোমধ্যে তল্লাশি চালিয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও কেউ আহত হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) রওশন কবীর বাংলাদেশের খবরকে বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, কে বা কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে।

নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর