Logo

জাতীয়

ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে : আলী রীয়াজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:৫২

ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ‘ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনকে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা, জবাবদিহিমূলক ব্যবস্থা। আমাদের আকাঙ্ক্ষা, এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে থাকবে, তাকে (ব্যক্তিকে) নিয়ন্ত্রণ করবে। আমরা চাই, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। সে লক্ষ্য নিয়েই কাজ হচ্ছে।’

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘ছাত্র শ্রমিক জনতার গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি-বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এ সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ নামের একটি সংগঠন।

আলী রীয়াজ আরও বলেন, ‘‘আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলছি। এই লড়াই গত বছরের জুলাই থেকে শুধু নয়; গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ বলেছে, ‘গণতান্ত্রিক অধিকার চাই।’ দেশের মানুষ কেবল গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন মোকাবিলা করেছে, তা নয়। বাংলাদেশে একসময় একদলীয় ব্যবস্থা তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে মানুষ লড়াইয়ের চেষ্টা করেছে।’’

অধ্যাপক রীয়াজ মনে করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন, এমন সব প্রতিষ্ঠান তৈরি করা, যা ব্যক্তির ঊর্ধ্বে উঠে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে জাতিকে নেতৃত্ব দেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি পার্লামেন্ট তৈরি করবেন এ কারণে নয় যে ব্যক্তির বন্দনা হবে। আপনি পার্লামেন্ট এ কারণে তৈরি করবেন না যে নির্বাহী বিভাগের সব অত্যাচার–নিপীড়নকে রাবার স্ট্যাম্প দেবেন। আপনাকে তৈরি করতে হবে সেই পার্লামেন্ট, যেখানে শুধু ক্ষমতাসীনদের আধিপত্য থাকবে না।’

  • ডিআর/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আলী রীয়াজ শেখ হাসিনা আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর