স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধীদের ধরতে আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৫:৪৬
-(13)-6873807b80cb0.jpg)
ছবি : সংগৃহীত
দেশজুড়ে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে আজ রোববার (১৩ জুলাই) থেকেই বিশেষ বা চিরুনি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চললেও পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযান এখন থেকে শুরু হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম সরকার কঠোরভাবে দমন করবে। এজন্য সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা জরুরি।’
উপদেষ্টা পরিষদের এ বৈঠকে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলমান পরিস্থিতিতে অপরাধ দমনে সরকার সব ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণের নীতিতে অটল আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
- এনএমএম/এমআই