সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:১০
-(15)-6873861e5f438.jpg)
ছবি : সংগৃহীত
সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার।
রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, এই ক্ষমতা ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর বিভিন্ন ধারা অনুযায়ী দেশের যে কোনো স্থানে তাঁরা নির্ধারিত অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কাজ করতে পারবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
- এনএমএম/এমআই