Logo

জাতীয়

মিটফোর্ডে সোহাগ হত্যা : দায় অস্বীকার করল আনসার বাহিনী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:০৮

মিটফোর্ডে সোহাগ হত্যা : দায় অস্বীকার করল আনসার বাহিনী

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে আনসার সদস্যদের কোনো দায় নেই বলে দাবি করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

রোববার (১৩ জুলাই) আনসার সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে আনসারের কোনো সদস্য দায়িত্বে ছিলেন না। এই ঘটনার সঙ্গে আমাদের বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।’

তিনি আরও বলেন, ‘আনসার বাহিনী মূলত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সব জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা আমাদের থাকে না। অনেক ক্ষেত্রেই আনসার সদস্যরা অসহায় হয়ে পড়েন।’

উল্লেখ্য, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে প্রকাশ্যে পাথর মেরে ও কুপিয়ে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে। পাশেই আনসার ক্যাম্প থাকলেও কেউ এগিয়ে না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর