Logo

জাতীয়

কর্মস্থলে অনুপস্থিত, পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:৪৯

কর্মস্থলে অনুপস্থিত, পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

বরখাস্ত এডিসি মো. রওশানুল হক সৈকত, মো. তৌহিদুল ইসলাম, এসি মো. গোলাম রুহানী ও মফিজুর রহমান পলাশ। ছবি : সংগৃহীত

দীর্ঘই হচ্ছে সরকার পতনের পর হঠাৎ কর্মস্থল থেকে গায়েব হয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা। ছুটি না নিয়েই উধাও হয়ে যাওয়া এমন আরও চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। 

রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে বরখাস্তের এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, তাদের সবাই কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। 

বরখাস্ত হওয়া চার কর্মকর্তার মধ্যে রয়েছেন, ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির সহকারী কমিশনার মো. গোলাম রুহানী এবং মিরপুর ট্রাফিক জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ। 

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পুলিশ বাহিনীতে ভাঙন শুরু হয়। কেউ কর্মস্থলে যোগ না দিয়ে নিরুদ্দেশ, কেউ ছুটি ছাড়াই নিখোঁজ। এখন পর্যন্ত ২১ জন পুলিশ কর্মকর্তা এভাবে বরখাস্ত হয়েছেন। 

প্রজ্ঞাপন অনুযায়ী, তারা সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী “অসদাচরণ” ও “পলায়নের” অভিযোগে অভিযুক্ত। তবে বরখাস্তকালীন সময়ে খোরপোশ ভাতা পাবেন তারা। 

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর