Logo

জাতীয়

প্রধান উপদেষ্টার দপ্তর

দেশে বড় ধরনের অপরাধ বাড়ার খবর বিভ্রান্তিকর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:৩০

দেশে বড় ধরনের অপরাধ বাড়ার খবর বিভ্রান্তিকর

ছবি : সংগৃহীত

চলতি বছর দেশে বড় ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তবে এসব দাবি বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে প্রেস উইং জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। বরং বেশিরভাগ গুরুতর অপরাধের হার স্থিতিশীল রয়েছে বা কমতির দিকে।

বিবৃতিতে বলা হয়, “পরিসংখ্যান বিশ্লেষণে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোনো প্রবণতা পাওয়া যায়নি। কিছু নির্দিষ্ট অপরাধে সামান্য ঊর্ধ্বগতি থাকলেও সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

পুলিশ সদর দফতরের তথ্য উদ্ধৃত করে প্রেস উইং আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবচ্ছিন্ন তৎপরতায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তাই জনমনে অহেতুক আতঙ্ক সৃষ্টির পেছনে বিভ্রান্তিকর প্রচারণার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে, নাগরিকদের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, “গুজব ও বিভ্রান্তির বদলে প্রমাণভিত্তিক তথ্যের ওপর আস্থা রাখুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশ্বাস রাখুন। জননিরাপত্তা নিশ্চিতে সরকার সবসময় তৎপর রয়েছে।”

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর