Logo

জাতীয়

নদীভাঙনের পূর্বাভাস চালু করতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:১৮

নদীভাঙনের পূর্বাভাস চালু করতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

সোমবার রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বন্যার মতো নদীভাঙন সম্পর্কেও আগাম বার্তা দেওয়ার ব্যবস্থা চালু করার ওপর গুরুত্ব দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘নদীভাঙন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি মানবিক বিপর্যয়ও। একটি পরিবারের সবকিছু মুহূর্তেই বিলীন হয়ে যেতে পারে। তাই এই ভাঙন কোথায় হতে পারে, কবে হতে পারে—এ নিয়ে আগাম তথ্য জানাতে পারলে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব।’

সোমবার (১৪ জুলাই) রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারের (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট ও ডিসিশন সাপোর্ট সিস্টেম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এই বর্ষায় আমরা কোথায় কোথায় নদীভাঙনের ঝুঁকিতে আছি, তা আগেই জানতে হবে। নদী গবেষণা ইনস্টিটিউটকে এ নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের যারা জরুরি অবকাঠামো রক্ষা নিয়ে কাজ করেন, তাদের হাতে আগে থেকেই ম্যাপ থাকা উচিত—কোন এলাকা ঝুঁকিতে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন আবহাওয়া ও বন্যা পূর্বাভাসে উন্নত হয়েছি। কিন্তু নদীভাঙন এখনও উপেক্ষিত। এটি শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি একটি নৈতিক অঙ্গীকার। আমরা যদি সত্যিকার অর্থে প্রো-অ্যাকটিভ (আগাম প্রস্তুতিমূলক) সরকার হতে চাই, তাহলে নদীভাঙনের আগাম পূর্বাভাস চালু করতেই হবে।’

অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানান, যুক্তরাজ্য বাংলাদেশকে সাইট-সুনির্দিষ্ট আবহাওয়া তথ্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের একটি সমঝোতায় পৌঁছানোর আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলাম এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাবীবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে রাইমস-বাংলাদেশের আইটি লিড নাজমুল আহসান শাওন ও সজীব হাসান নতুন ওয়েবসাইট ffwc.gov.bd এবং ডিসিশন সাপোর্ট সিস্টেমের বিভিন্ন দিক তুলে ধরেন।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নদী ভাঙন সৈয়দা রিজওয়ানা হাসান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর