‘পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে প্রবাসী ভোটার হালনাগাদ’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৩:২৫
-(28)-6876027d73049.jpg)
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। ছবি : বাংলাদেশের খবর
পাবলিক আইপি (ইন্টারনেট প্রটৌকল) না পাওয়ায় জাপানে প্রবাসী ভোটার হালনাগাদ আটকে আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, জাপানে প্রবাসী ভোটার হালনাগাদের জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যারা যাবেন কারিগরি সহায়তা দিতে তাদের ভিসাও করা হয়েছে। কিন্তু ওখানে পাবলিক আইপি পেতে একটু সময় লাগছে। ওখানে প্রাইভেট আইপি পাওয়া খুব সহজ। কিন্তু পাবলিক আইপিটা একটু সময় লাগে। আশা করি বৃহস্পতিবারের মধ্যে আমরা পাবলিক আইপিটা পেয়ে যাবে। যদি আমরা পাবলিক আইপিটা পেয়ে যাই আমাদের জনবল যাওয়ার জন্য ১০ থেকে ১২ দিন সময় লাগবে।
তিনি আরও বলেন, প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমের আওতায় আরও পাঁচটি নতুন দেশে কাজ শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
দেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর, প্রাথমিক প্রস্তুতি যেমন ইকুইপমেন্ট এবং জনবল প্রস্তুতকরণ, প্রশিক্ষণ এবং যন্ত্রপাতির ইন্টিগ্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের পাশাপাশি ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে ভোটার রেজিস্ট্রেশন শুরু করার অনুমতি পাওয়া গেছে। বিশেষত, নিউইয়র্কে বসবাসকারী বাঙালি জনগণের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
বর্তমানে বিশ্বের ৯ টি দেশে ৪৮ হাজার ৮০ জন ভোটার আবেদন করেছেন। যাদের মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
- এসআইবি/এমআই